• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বরগুনায় ফের স্কুলের বিম ধস, অল্পের জন্য বেঁচে গেল ৫ বছরের রিফাত

সংগৃহীত ছবি

জাতীয়

বরগুনায় ফের স্কুলের বিম ধস, অল্পের জন্য বেঁচে গেল ৫ বছরের রিফাত

  • বরগুনা (সদর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

বরগুনার পিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদের বিম ধসে ছাত্রী নিহত হওয়ার শোক কেটে উঠতে না উঠতেই  সদর উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বিম ধসে পড়েছে।  এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে রিফাত নামের ৫ বছর বয়সী প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে ক্লাস চলাকালে বরগুনা পৌর শহরের আমতলা পাড় এলাকার ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিম ধসের এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছে, বরগুনা পৌর এলাকার আমতলা পাড়ার মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ শুরু হওয়ার আগে প্রধান শিক্ষক প্রাক-প্রাথমিক ক্লাশে ঢুকে নির্ধারিত পোশাক পরে আসার জন্য রিফাতকে স্কুল সংলগ্ন বাসায় পাঠিয়ে দেন। রিফাত চলে যাওয়ার এক মিনিটের মধ্যেই ছাদের বিম ধসে পড়ে রিফাতের রেখে যাওয়া ব্যাগের উপর। বিকট শব্দে বিম ধসে পড়ায় গোটা স্কুলে আতংক ছড়িয়ে পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক শামিমা বেগম জানান, ১৯৯৪ সালে চার লাখ বিশ হাজার টাকায় এলজিইডি এ বিদ্যালয় ভবন নির্মাণ করে। বিদ্যালয়ের লাইব্রেরীসহ অন্যান্য রুমের ছাদেও বিমে ফাটল রয়েছে। চরম ঝুঁকি নিয়েই পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।

গত শনিবার তালতলী উপজেলার পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পলেস্তারা খসে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads