• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বৈরী আবহাওয়ায় আম ও লিচু চাষিরা চিন্তিত 

ফাইল ছবি

জাতীয়

বৈরী আবহাওয়ায় আম ও লিচু চাষিরা চিন্তিত 

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

প্রকৃতির বৈরী আবহাওয়ায় আখাউড়ার আম ও লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গত কয়েক দিনের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় এক প্রকার শঙ্কিত হয়ে পড়েছেন তারা। আকাশে মেঘ দেখলেই দুশ্চিন্তায় পড়ে যান।  

এ উপজেলায় অর্থনীতি উন্নয়নে আম ও লিচু চাষে যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই দেশের বিভিন্ন স্থানে কদর রয়েছে বেশ। বর্তমানে আম ও লিচু মুকুল থেকে দানায় পরিণত হয়েছে। এক একটি দানায় যেন চাষিরা এখন ফলনে স্বপ্ন দেখছেন। গাছের পরিচর্যার কোনো ত্রুটি নেই তাদের। সার্বক্ষণিক তদারকি করছেন।  

কৃষি অফিস সূত্র জানায়, পৌর শহরসহ উপজেলায় ৪০ হেক্টর জমিতে আম ও ৯০ হেক্টর জমিতে লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রামধননগর, চানপুর, দুর্গাপুর, রাজাপুরসহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে গাছের থোকায় থোকায় ছোট আম ও বিভিন্ন জাতের লিচু দেখা যায়।  

পরিচর্যায় ব্যস্ত চাষি আবুল হোসেন, কালাম, মলাই মিয়া জানান- শুরুতে বাগানে আম ও লিচুর প্রচুর পরিমাণে মুকুল আসে। এখন দানায় পরিণত হয়ে প্রতিটি গাছে ছোট-বড় আম ও লিচু দেখা যায়। কিন্তু কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষি নুরু মিয়া বলেন, আকাশে মেঘ দেখলেই চিন্তা বেড়ে যায়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়ে ফলন ভালো হবে। কৃষি কর্মকর্তা একরাম হোসেন বলেন, বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। এতে ফলনের কোনো ক্ষতি হবে না।  

ফলন রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আম ও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।    

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads