• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করলে লাইসেন্স বাতিল : তথ্যমন্ত্রী

ছবি: পিআইডি

জাতীয়

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করলে লাইসেন্স বাতিল : তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করে আইন লঙ্ঘন করলে, লাইসেন্স বাতিল হবে। একই সঙ্গে বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও বিধি নিষেধ আনা হবে বলে জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।মাছরাঙা টিভির ব্যবস্হাপনা পরিচালক ও অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে টিভি মালিকরা এতে উপস্হিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের ১ তারিখের পর কোনো বিদেশি চ্যানেলে ডাউনলিংক করে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না । তারপরও অভিযোগ পাওয়া  যাচ্ছে যে বিজ্ঞাপন প্রচার হচ্ছে। আমরা অভিযোগ পাওয়ার পর দুটি চ্যানেলকে ৭ দিনের মধ্যে জবাব দিতে নোটিশ দেওয়ার পর ১৫ দিন সময় চেয়েছে তারা।

একই সঙ্গে বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও বিধি নিষেধ আনার দাবি জানিয়ে অ্যাটকোর নেতারা বলেন, বিজ্ঞাপনে বিদেশি মডেল ব্যবহারের ক্ষেত্রেও নীতিমালা সংশোধন প্রয়োজন।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  

অ্যাটকোর সভাপতি অঞ্জণ চৌধুরী বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার এখন সম্পূর্ণ বন্ধ হয়নি। বিদেশি চ্যানেলগুলোকে ক্লিন ফিড নিশ্চত করতে হবে। আগামী ১ বছরের মধ্যে ক্যাবল অপারেটর ব্যবস্হা ডিজিটালাইজেশনে আমার দাবি।

দুটি প্রতিষ্ঠান ডাউনলিঙ্ক করে বিদেশি চ্যানেল দেখায়। ন্যাশন ওয়াইড মিডিয়া ও জাদু মিডিয়া লিমিটেড। তারাই নিয়ম লঙ্ঘন করে দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার করছে। প্রতিষ্ঠান দুইটি ১৫ দিন সময় চেয়ে সরকারের নোটিশের জবাব দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads