• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীর মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীর মৃত্যু

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক পলাতক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্ব মৌদাম গ্রামের নূর উদ্দিন ওরফে রদ্দীন (৭০) নামের ওই আসামিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান।

ওসি জানান, একাত্তরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের আবদুল খালেককে হত্যার ঘটনায় খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল কাদির ২০১৩ সালে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছিলেন মামলা। এ  মামলায় নূর উদ্দিন ওরফে রদ্দীনসহ পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চলতি বছরের ২৮ মার্চ ওই পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড দেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। নূর উদ্দিন ওরফে রদ্দীন ছাড়াও দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খারছাইল গ্রামের আবদুল খালেক তালুকদার (৬৭) উপজেলা সদরের মো. কবির খান (৭০), পূর্বমৌদাম গ্রামের শেখ আবদুল মজিদ ওরফে মজিদ মৌলানা (৬৬) এবং একই গ্রামের আবদুস সালাম বেগ (৬৮)।

মুক্তিযুদ্ধের সময় আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় স্বাধীনতার পক্ষের লোকদের বাড়িতে নির্যাতন, অগ্নিসংযোগ ও লূটপাট চালায় বলে প্রসিকিউশনে অভিযোগ রয়েছে।

ওসি আরো বলেন, স্বজনরা তার লাশ বাড়িতে আনার জন্য গাজীপুরের জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ বাড়িতে আসলে পুলিশ প্রশাসন যাবে ও পরে তার  মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads