• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
জবিতে দর্শন বিভাগের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

জাতীয়

জবিতে দর্শন বিভাগের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

জগন্নাথ বিশ্বাবদ্যালয়ে (জবি) দর্শন বিভাগের ৯ম ব্যাচের বিদায় ও প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দর্শন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্বার্থ শংকর জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে আহবায়কের দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের দশম ব্যাচের ছাত্র সাঈদ মাহাদী সিকান্দার । এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads