• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সমাজে দুর্নীতি আছে : দুদক কমিশনার

দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক

ছবি : সংগৃহীত

জাতীয়

সমাজে দুর্নীতি আছে : দুদক কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৯

সমাজে দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ‘সততা সংঘ’ আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

দুদক কমিশনার বলেন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ উন্নয়নের বিভিন্ন সূচকে সাফল্য এলেও সুশাসনের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

ড. মো. মোজাম্মেল হক বলেন, এক সময় বলা হতো চাকরিতে বেতন বাদে ‘উপরি’ কেমন? উপরি আয়ের প্রতি অনেকের নজর ছিল। এখন আর সে অবস্থা নেই। বরং মানুষ এখন উপরির দিকে তাকাতে চায় না। অনেকেই মনেপ্রাণে এটাকে ঘৃণা করে। দুদকও উপরি প্রথা ভাঙতে ফাঁদ মামলাসহ বিভিন্ন কৌশল গ্রহণ করছে। তারপরও দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল  (টিআই) প্রতিবছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের যে অবস্থান প্রকাশ করে, তা মোটেই গৌরবের নয়।

দুদক কমিশনার প্রশ্ন তোলেন, আমরা খাদ্য উৎপাদন, ক্রিকেট খেলা কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রথম দশটি দেশের মধ্যে থাকলেও দুর্নীতি দমনে কেন সেরা দশের তালিকায় আসতে পারছি না? আমরা কেন পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর অবশ্যই আমাদেরই দিতে হবে।

সমাবেশে আরো বক্তব্য দেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুননবী, উত্তরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) আবদুল খালেক ও কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।

সমাবেশে দুদক কমিশনার শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী বিভিন্ন সুবচন ও স্লোগান সংবলিত খাতা, জ্যামিতি বক্স ও ব্যাগ বিতরণ করেন। সমাবেশের আগে মাইলস্টোন কলেজে নতুন একটি সততা স্টোর উদ্বোধন করেন দুদক কমিশনার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads