• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালন

পবিত্র শবেবরাত উপলক্ষে গত রোববার বায়তুল মোকাররম মসজিদে মোনাজাতরত মুসল্লিরা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রোববার রাতে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন।

মুসলমানদের কাছে এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শবেবরাত উপলক্ষে গতকাল সোমবার ছিল সরকারি ছুটি। বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসলমানরা। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেবরাতে দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা এবং এই রাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান।

এই রজনীতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ উপলক্ষে বাদ মাগরিব থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, নামাজ, মিলাদ ও বিশেষ মোনাজাত হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads