• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মওদুদকে

ব্যারিস্টার মওদুদ আহমদ

ফাইল ছবি

জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মওদুদকে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। মওদুদের সঙ্গে আছেন তার স্ত্রী হাসনা জসীম উদ্দীন।

গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মওদুদ আহমদ। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ আহমদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন।

ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী হাসনা মওদুদ।

উল্লেখ, গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাস সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে মওদুদ আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads