• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দুর্নীতি বন্ধ করা সম্ভব না : দুদক চেয়ারম্যান

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

দুর্নীতি বন্ধ করা সম্ভব না : দুদক চেয়ারম্যান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে ২০১৯

দূর্নীতি শতভাগ বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, দুর্নীতি শতভাগ বন্ধ হবে না। এটা সম্ভবও না। তবে সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।

আজ রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা সবাই জানি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনীতি যত এগিয়ে যাবে, দুর্নীতিও তার পিছু নিবে। কারণ দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদি ব্যবস্থার সংজ্ঞা।

তিনি বলেন, পুলিশ অনেক সময় আসামি ধরতে মানুষের বাড়িতে যান। কিন্তু আমরা কি ওই পুলিশ হতে পারি না। যার বাড়িতে গিয়ে মানুষের খোঁজ খবর নিব। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে- তা কি বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে, সেটা ধরের রাখাই বড় উন্নয়ন।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সরোয়ার মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, আলম পলাশ বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads