• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ঈদের আগে খালেদার মুক্তির দাবিতে ১০১৭ বিএনপিপন্থী সাংবাদিকের বিবৃতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ফাইল ছবি

জাতীয়

ঈদের আগে খালেদার মুক্তির দাবিতে ১০১৭ বিএনপিপন্থী সাংবাদিকের বিবৃতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০১৯

আসন্ন ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি চেয়েছে একা হাজারেও বেশি বিএনপিপন্থী সাংবাদিক।

রোববার এক বিবৃতিতে বিএনপিপন্থী ১ হাজার ১৭ সাংবাদিক বলেন, ‘আমরা দেশের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি, আসন্ন ঈদুল ফিতরের আগেই তার বন্দিত্ব অবসানের বিষয়টি নিশ্চিত করা হোক।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার দুই হাত ও কাঁধের ব্যথা মারাত্মক পর্যায়ে। তার ডায়াবেটিসও বিপজ্জনক মাত্রায়। মুখের ভেতরে ক্ষতের সৃষ্টি হয়েছে। তার স্বাস্থ্যের এমন অবনতি হয়েছে যে তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া পর্যন্ত করতে পারছেন না।’

বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিএনপি চেয়ারপার্সনকে কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে তারা বলেন, ‘খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার ন্যূনতম মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

দেশের উন্নয়নসহ বিভিন্ন খাতে খালেদার অবদান স্মরণ করে বিএনপিপন্থী সাংবাদিকরা আরও বলেন, ‘বন্দি রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া অমানবিক, অযৌক্তিক, প্রতিহিংসামূলক এবং অগ্রহণযোগ্য।’

‘আমাদের প্রত্যাশা, অনতিবিলম্বে সরকার তাকে (খালেদা) মুক্তি দিয়ে গণতন্ত্র ও গণমানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তবে চলতি বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন- রিয়াজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, অধ্যাপক আবদুল গফুর, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, ড. রেজোয়ান সিদ্দিকী, কবি আল মুজাহিদী, মোবায়েদুর রহমান, ফজলুর রহমান মুন্সী, মোস্তফা কামাল মজুমদার, সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, কামাল উদ্দিন সবুজ, এম এ আজিজ, এম আবদুল্লাহ, কবি আবদুল হাই শিকদার, এরশাদ মজুমদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, আবদুস শহিদ, গোলাম তাহাবুর, ছড়াকার আবু সালেহ, মাশুক চৌধুরী, খায়রুল আনোয়ার মুকুল, বাকের হোসাইন, শহিদুল ইসলাম, সৈয়দ মেজবাহ, কবি হাসান হাফিজ, কবি মাহমুদ শফিক, এ ইউ এম ফখরুদ্দিন, শেহাব উদ্দিন আহমেদ নাফা, চিন্ময় মুৎসুদ্দী, জিয়াউল হক, রীটা রহমান, মাহমুদা চৌধুরী, মমতাজ বিলকিস বানু, রোজী ফেরদৌস, মুন্সী আবদুল মান্নান, কাজী রওনাক হোসেন, নূরুল হুদা, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads