• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ভারতমুখী যাত্রী বেড়েছে

ছবি : সংগৃহীত

জাতীয়

ঈদের দীর্ঘ ছুটি

ভারতমুখী যাত্রী বেড়েছে

  • বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

ঈদের দীর্ঘ ছুটি কাটাতে ভারতমুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটিতে কেনাকাটা করতে ও বেড়ানোর উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এ পথ দিয়ে ভারতে যাওয়া-আসা করছেন।

গত ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী এসেছে ১৫ হাজার ৪২০ জন এবং বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ১৯ হাজার ২২৫ জন। অপরদিকে ২৪ থেকে ৩১ মে পর্যন্ত ভারত থেকে যাত্রী এসেছে ২০ হাজার ৬২০ জন এবং বাংলাদেশ থেকে যাত্রী ভারতে গিয়েছে ২৭ হাজার ২২০ জন।

গতকাল শনিবার বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভিড় দেখা গেছে উল্লেখযোগ্য পরিমাণে। ইমিগ্রেশনে প্রবেশের আগে পুলিশের সহযোগিতায় লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে যাত্রীদের ব্যাংকের ট্যাক্স দিতে দেখা গেছে। এরপর কাস্টমসে লাগেজ স্ক্যানিং করে পাসপোর্টধারী যাত্রীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের পাসপোর্টের কাজ শেষ করে ভারতে যাচ্ছেন। সার্বিক নিরাপত্তা ও কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয় সে জন্য লাইনের মাঝে মাঝে পুলিশের নজরদারি রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়া খুলনার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘এবার লম্বা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভারতে যাচ্ছি ঈদ করার জন্য। নিজের দেশে তো সব সময় ঈদ করি। মেয়ে-জামাই ও নাতিকে নিয়ে এবার দেশের বাইরে ঈদ করাসহ দর্শনীয় স্থান ভ্রমণ করতে ভারত যাচ্ছি।’

ঢাকা থেকে আসা যাত্রী মাহমুদা আক্তার বলেন, ‘ঈদের আনন্দটা একটু অন্যরকম। এবার ঈদে একটু আগে থেকে ছুটি পাওয়ায় ভারতে যাচ্ছি ঈদ করতে। সেখানে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করব।’

একাধিক যাত্রী জানান, এ বছর ঈদের লম্বা ছুটি পাওয়ায় ভারতের পর্যটন স্থানগুলো ঘুরে দেখতে যাচ্ছেন তারা। একইসঙ্গে দেশের বাইরে ঈদের আনন্দও উপভোগ করবেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার বলেন, ‘ঈদের ছুটিতে গত দুদিনে যাত্রীর সংখ্যা বেশি লক্ষ করা গেছে। যাত্রীদের সেবায় আমাদের ডেস্ক একটানা কাজ করে যাচ্ছে। যাত্রীদের কোনো সমস্যা হবে না আশা রাখি।’

এদিকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ সঠিক সময়মতো হলেও ভারতে পড়ছে যাত্রীদের দীর্ঘ লাইন। নোম্যান্সল্যান্ডে পাসপোর্টধারী যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্ট দেখে এক এক করে ভেতরে প্রবেশ করাতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads