• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ ঝুঁকিহীন বিনিয়োগের আস্থার জায়গা: বিডার নির্বাহী চেয়ারম্যান

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

বাংলাদেশ ঝুঁকিহীন বিনিয়োগের আস্থার জায়গা: বিডার নির্বাহী চেয়ারম্যান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

বাংলাদেশ ঝুঁকিহীন বিনিয়োগে আস্থার জায়গা। যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান এ মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার বিডার কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধি ল ইউকে বাংলাশে ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) এর ২৩ সদ্যসের দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধিদল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পোশাক, অবকাঠামো, প্রকৌশল নির্মাণ, সরবরাহ, ব্যাংকিং, আর্থিক সেবা এবং অন্যান্য ভোক্তা খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে।

ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশিদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ব্রিটিশ-বাংলাদেশিদের এই নতুন প্রজন্মের রয়েছে বাংলাদেশের প্রতি রয়েছে গভীর আগ্রহ। তাদের শিকড় এ দেশে। আমরা বিশ্বাস করি এই তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম প্রতিনিধি লের সঙ্গে মত বিনিময়কালে বলেন, বাংলাশে ঝুঁকিহীন বিনিয়োগের আস্থার জায়গা, যা আপনাদের আত্মবিশ্বাসী করে তুলবে। আপনারা যে দেশটি অনেক আগে দেখে গেছেন, বাংলাদেশ এখন তার থেকে সম্পূর্ণ ভিন্ন।গত এক বছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৬৮ শতাংশ। যা বিশ্বের সর্বোচ্চ।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৫০ ভাগের বয়স ২৫ বছরের কম, ফলে এখানে রয়েছে বিশাল শ্রম বাজার, সেই সঙ্গে সামাজিক রাজনৈতিক ও অর্থনীতির উৎকর্ষতার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের ক্রয় ক্ষমতা। ফলে স্থানীয় ভোক্তা শ্রেণীর সংখ্যা সময়ের সাথে পাল¬া দিয়ে বাড়তেই থাকবে; তাই এখনই বাংলাদেশে বিনিয়োগের সেরা সময় ।

এ সময় ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসীদের প্রতিনিধি ল বাংলাদেশের ক্রমাগত উন্নয়নের প্রশংসা করেন।

প্রতিনিধি দলটি সফর কালে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads