• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
থানার ওসি থাকছেন ইনস্পেক্টররাই

ছবি : সংগৃহীত

জাতীয়

থানার ওসি থাকছেন ইনস্পেক্টররাই

  • আজাদ হোসেন সুমন
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

কদিন ধরেই সংশ্লিষ্ট মহলে গুঞ্জন চলছে থানার ওসি পদে এডিশনাল এসপি বা এএসপিদের পদায়ন করা হচ্ছে। গুঞ্জন বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে থানাগুলোতে। ডিএমপির একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলাপকালে এমনটাই জানা গেছে। সম্প্রতি গণমাধ্যমে এডিশনাল এসপিদের থানার ওসি হিসেবে পদায়ন সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। 

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, বিষয়টি হাস্যকর। থানার ওসির দায়িত্ব শুরু থেকেই পরিদর্শক মর্যাদার কর্মকর্তারাই পালন করে আসছেন। মাঠ পর্যায়ের একজন পুলিশের স্বপ্ন থাকে এক পর্যায়ে পদোন্নতি পেয়ে তিনি ওসি হবেন। এডিশনাল এসপিদের এ দায়িত্বে দেওয়া হলে তাদের দায়িত্ব কারা পালন করবেন। গত বুধবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইজিপির কাছে সাক্ষাৎ করে এ নিয়ে আলোচনা করা হয়েছে। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিষয়টি খোলাসা করে তাদের জানিয়েছেন, এটা করা হচ্ছে না। থানার ওসি পরিদর্শকই থাকবে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, থানার ওসি পদে অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ দেওয়া হলে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হবে। ওসিরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরোয়ানা ও আদেশ তামিল করেন। ওসিরা এডিশনাল এসপি পদমর্যাদার হলে তাদের সঙ্গে মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পদমর্যাদার বিরোধ দেখা দেবে। তাদের প্রশ্ন, থানায় ওসি পদে এডিশনাল এসপি ও তিনজন পরিদর্শকের পদ তৈরি হলে সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপারদের পদায়ন কোথায় হবে। সার্কেলে সহকারী পুলিশ সুপার বা জোনের সহকারী কমিশনার পদে কারা থাকবেন, পুলিশ সুপার কারা হবেন সেটাও নির্ধারিত হয়নি। এ ক্ষেত্রে থানায় অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ হলে বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

২০০৭ সালে থানায় ওসি পদে বিসিএস ক্যাডার কর্মকর্তা বা সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নিয়োগ দেওয়ার প্রথম নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু নন-ক্যাডার কর্মকর্তাদের আপত্তির মুখে সেটা বাস্তবায়ন হয়নি। পরে ২০১০ সালের আগস্ট মাসে থানায় ওসি হিসেবে এএসপি পদমর্যাদার একজন ক্যাডার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২০০৯ সালে অনুমোদন হওয়া ডিএমপির অর্গানোগ্রামে থানার ওসি হিসেবে পরিদর্শকের পরিবর্তে সহকারী কমিশনার (এসি) বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব পালন করার কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি থানায় তিনজন করে পরিদর্শক দেওয়ার কথাও বলা হয়। পদগুলো হচ্ছে- পরিদর্শক (প্রশাসন), পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশন)। পরে নন-ক্যাডার কর্মকর্তাদের আপত্তির মুখে থানায় এসি বা এএসপি পদায়ন করা হয়নি। তবে থানায় ওসি পদের পাশাপাশি একজন করে পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশন) নিয়োগ দেওয়া হয়। বর্তমানে দেশের প্রায় সব থানায় তিনজন করে পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads