• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ

সংগৃহীত ছবি

জাতীয়

২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

আগামী ২ জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ সব ওষুধ ধ্বংসের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ওষুধ প্রশাসন গত সপ্তাহে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিষয়ে মতবিনিময় করেছে। সেখানে সবাই একমত হয়েছেন যে, আগামী ২ জুলাইয়ের মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হবে। তবে ২ জুলাইয়ের পরও যদি কোনো ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ওষুধ প্রশাসন মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ২ জুলাইয়ের মধ্যে ধ্বংস করতে হবে এবং সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কাছে ফেরত দিতে হবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে চিঠি দিয়েছি। সমিতিগুলোও সকল ফার্মেসিতে চিঠি দিয়েছে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নে র জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য সরকার মিডিয়ার সঙ্গে একত্রিত হয়ে সমন্বিতভাবে এ কাজটি করবে। এক্ষেত্রে আমরা কেউ ভিলেন নই। ভিলেন যদি কেউ থেকে থাকে যারা ওষুধ বানায় এবং যারা বিক্রি করে।

 তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে গত ৬ মাসে ৪০৪টি ফার্মেসির বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা করা হয়েছে। এসময় ২২ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। ৮১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব আসাদুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads