• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
লবণাক্ততা নারী ও শিশুর জীবনকে আক্রান্ত করছে

ছবি : সংগৃহীত

জাতীয়

লবণাক্ততা নারী ও শিশুর জীবনকে আক্রান্ত করছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব সরাসরি নারী ও শিশুর জীবনকে আক্রান্ত করছে। লবণাক্ততা উপকূলীয় এলাকার মানুষের অভিযোজন ক্ষমতা কমিয়ে দিচ্ছে ও তাদের জীবন অরক্ষিত হয়ে পড়ছে। গতকাল রোববার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের ইন্সপেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার। উন্নত দেশগুলো প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করছে। ফলে প্রতিনিয়তই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এর ভয়ঙ্কর ক্ষতির স্বীকার হচ্ছি আমরা। ধীরে ধীরে প্রাকৃতিক ভারসাম্যহীন অবস্থার দিকে যাচ্ছি।

বাংলাদেশের ৬০ শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৫ মিটার উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আমাদের জন্য বড় ঝুঁকি। সরকার জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট ঝুঁকি মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি হাতে নিয়েছে। উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ২৭৪ কোটি টাকার (জিওবি ৬৬ কোটি টাকা ও সবুজ তহবিল থেকে ২০৮ কোটি টাকা) প্রকল্প বাস্তবায়ন করবে মহিলাবিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

প্রকল্পে কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি বাংলাদেশ। খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার (কয়রা, দাকোপ, পাইকগাছা, আশাশুনি ও শ্যামনগর) ৩৯টি ইউনিয়নের সাত লাখ মানুষ এ সুবিধা পাবেন। পরিবারের নারী সদস্যদের জলবায়ু সহিষ্ণু জীবিকার সহায়তা, প্রশিক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অভিযোজন সক্ষমতা গড়ে তোলা ও  ২ লাখ ৪৫ হাজার মানুষের জন্য লবণাক্ততামুক্ত ও দুর্যোগ সহনশীল পানি সরবরাহের ব্যবস্থা ও সুপে পানির নিশ্চিত করা হবে। এ ছাড়া ৩৯টি ইউনিয়নে ১০১টি নারী স্বেচ্ছাসেবী দল গঠন, প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে নারী সংবেদনশীল সতর্কীকরণ ও দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা গড়ে তোলা হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা প্রমুখ। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখ্যার্জি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads