• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
 পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে : দিলারা মোস্তফা

মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে : দিলারা মোস্তফা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৯

মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করলেই সমাজের চিত্র একদিন পাল্টে যাবে।

আজ বুধবার বিকালে তিনি মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল, অ্যাডভোকেট বজলুর রহমান, দিলারা মোস্তফার ছোট ভাই মো. মাসুদ করিম, ওবাইদুর রহমান রাসেল প্রমুখ।

মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনের সহধর্মিণী দিলারা মোস্তফা অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা সন্তানদের প্রতি সব সময় নজর রাখবেন। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে-এসব খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন তারা মাদকের দিকে হাত না বাড়ায়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আপনারা কন্যাসন্তানকে বাল্যবিয়ে দেবেন না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলা করতে হবে। দেশের জন্য তোমাদের অনেক কিছু করতে হবে। তোমাদের কাছ দেশ অনেক কিছু আশা করে। সময় থাকলে তোমরা হাতের কাজ শিখবে। মা-বাবার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

এদিন বিদ্যালয়ের সব শিক্ষার্থীর অভিভাবকের জন্য কাপড়, এলাকার অসহায় মানুষের চিকিৎসা ও সেলাই মেশিন কেনার জন্য নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩ শতাধিক পুরুষ ও ৪ শতাধিক দুস্থ নারীকে মাসিক বয়স্ক ভাতার টাকাও দেওয়া হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads