• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এরশাদকে মঙ্গলবার সামরিক কবরস্থানে দাফন করা হবে

এইচএম এরশাদ

সংগৃহীত ছবি

জাতীয়

এরশাদকে মঙ্গলবার সামরিক কবরস্থানে দাফন করা হবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে চারদফা জানাজা শেষে মঙ্গলবার বিকালে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদের বিরোধী দলীয় নেতার দ্বিতীয় নামাজে জানাজা হবে। পরে দলের নেতা-কর্মীসহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য এরশাদের মরদেহ কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে।

একইদিন বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজার পর এরশাদের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।

মঙ্গলবার এরশাদের মরদেহ তার গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে।   

ওইদিন বিকালে সাবেক এই রাষ্ট্রপতিকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বুধবার গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে।

গত কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮৯ বছর বয়সী সাবেক স্বৈরশাসক এরশাদ। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads