• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কবর নিয়ে সিদ্ধান্ত কাল, নেতাকর্মীদের ক্ষোভ

ছবি : সংগৃহীত

জাতীয়

কবর নিয়ে সিদ্ধান্ত কাল, নেতাকর্মীদের ক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে কোথায় কবর দেওয়া হবে, এ বিষয়ে আগামীকাল ১৬ ‍জুলাই মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। গতকাল রোববার বিকালে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে শোক কর্মসূচি ঘোষণাকালে তিনি এ কথা জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শেষ ইচ্ছা অনুযায়ী এখন পর্যন্ত সামরিক কবরস্থানে তাকে কবর দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। নেতাকর্মীরা যদি মনে করেন তার কবর পাবলিক প্লেসে উন্মুক্ত জায়গায় হোক, এ বিষয়ে আমরা দলের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করব। পরিবারসহ সবাই বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ১৬ জুলাই আমরা আপনাদের জানিয়ে দেব।

এ সময় দলের নেতাকর্মীরা দফায় দফায় এরশাদের কবর সামরিক কবরস্থানের পরিবর্তে ঢাকার যেকোনো উন্মুক্ত স্থানে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

মসিউর রহমান রাঙ্গা নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আবেগের বিষয়টি আমরা বুঝি। নেতাকর্মীদের ইচ্ছা অনুযায়ী এরশাদের কবর ও দাফন সবকিছুই হবে। এ বিষয়ে আমাদের দলের শীর্ষ নেতা ও তার পরিবার ঠিক করবে।

কবর দিতে কোথায় বলেছিলেন এইচএম এরশাদ-এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ‘উনি চেয়েছিলেন বনানী সামরিক কবরস্থানে। যদি সেখানে না হয় তাহলে পাবলিক প্লেসে উন্মুক্ত স্থানে তাকে সমাহিত করা হবে। কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ১৬ জুলাই মঙ্গলবার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য আজম খান, আতিকুর রহমান, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুঁইয়া, এটিইউ এম তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads