• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বৃহস্পতিবার নবম ওয়েজবোর্ডের ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সংগৃহীত ছবি

জাতীয়

বৃহস্পতিবার নবম ওয়েজবোর্ডের ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে: তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী বৃহস্পতিবার নবম ওয়েজবোর্ডের ফাইল প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। শনিবার রাতে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রাম এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শেষে এ ফাইল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে।

মন্ত্রী বলেন, খুব শিগগির ওয়েজ বোর্ডের ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সেটা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হবে।

এ সময় তিনি সংবাদকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য মন্ত্রী।

মন্ত্রী রাঙ্গুনিয়ার উন্নয়ন-অগ্রগতিতে চট্টগ্রামে কর্মরত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আরো বেশি ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন এবং শহরে নবগঠিত রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স-এর অফিস করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়ে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের আহ্বায়ক আজাদ তালুকদার, সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোস্তফা ইউসুফ, রনি দত্ত, এম এ হাসেম, কাঞ্চন মহাজন, আশরাফুন নূর ও কাকন দেব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads