• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পদ্মায় গোসলে নেমে ভেসে গেল দম্পতি

ইমন ও আঞ্জুম পরিবারের আহাজারি

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

পদ্মায় গোসলে নেমে ভেসে গেল দম্পতি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

প্রায় এক বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল ইমন (২২) ও আঞ্জুম (১৮)। ইমনের পরিবার এ বিয়ে মেনে না নিলেও দুজনের সংসার জীবনে সুখের তেমন ঘাটতি ছিল না। কিন্তু সে সুখ বেশী দিন টিকলো না। আঞ্জুমের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসে তারা গোসল করতে যায় পদ্মা নদীতে। পদ্মার তীব্র স্রোতের টানে ভেসে যায় তারা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

ঘটনাটি ঘটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় রোববার দুপুর ২ টার দিকে।

আঞ্জুম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে ও ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তারা ঢাকায় বসবাস করতো।

সরেজমিন জানা যায়, গত শুক্রবার আঞ্জুমের চাচাত বোন দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতেই ইমন ও আঞ্জুম দৌলতদিয়ায় আসে।

প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার (১৭) জানান, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছেন। রোববার দুপুর ২টার দিকে বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশদিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় এতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুম যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। এরপর তারা দুজনই মুহুর্তের মধ্যে নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘুর্ণিপাকে পড়ে তলিয়ে যায়।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এসে নব দম্পতি পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই আহাজারিতে পরিনত হয়েছে। স্বজনদের চোখের পানিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশ স্পীড বোট ও জেলেদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। উদ্ধার কাজে অংশ নিতে ঢাকা থেকে ২ জন ডুবুরী এসে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads