• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বন্যায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ : ত্রাণপ্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

বন্যায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ : ত্রাণপ্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন, বন্যাজনিত কারণে দেশের ২৮ জেলায় এ পর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন এবং ৭৫ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এনামুর রহমান জানান, ১০ জুলাই উজান থেকে নেমে আসা পানি ও দেশের ভেতরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ২৮ জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়।

তিনি জানান, ত্রাণের কোনও অভাব নেই। প্রত্যেক জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।

সংবাদ সম্মেলনে ত্রাণ সচিব জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৩০ হাজার ৩৮৩ জন এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৩২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads