• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

ছবি : সংগৃহীত

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রকোপ; বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে আজ ১ আগস্ট প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল। তা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। প্রেস ব্রিফিংয়ের পরবর্তী সময় পরে জানিয়ে দেয়া হবে।

এর আগে সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০০ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের জন্য আয়োজিত ডেঙ্গু বিষয়ক সাইন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।

উল্লেখ্য, ব্যক্তিগত ভ্রমণে গেল ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা থাকলেও দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় বুধবার রাত ১টার দিকে দেশে ফেরেন তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads