• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২৬ জন

ফাইল ছবি

জাতীয়

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২৬ জন

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

বগুড়ায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ পর্যন্ত (১ আগস্ট বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত ) নারী-শিশুসহ ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ঢাকা থেকে জীবাণু বহণ করে আনলেও বগুড়াতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ জন। যারা কয়েক মাসে ঢাকায় যায়নি। এ ঘটনায় বগুড়ায় সাধার মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ায় আক্রান্তরা হলেন, শহরের মালতি নগর এলাকার বাসিন্দা শাহরিয়ার, সদর উপজেলার বেলাইল গ্রামের কণিকা সরকার, চান্দাই এলাকার হালিক মন্ডল,ধুনট এলাকার শাহীন মন্ডল।

বগুড়া সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বগুড়ায় ডেঙ্গু আক্রান্তরা ঢাকা থেকে জীবাণু বহণ করে এনেছেন। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশীদের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads