• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫ হাজার : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫ হাজার : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৯

সারাদেশে গতকাল নতুন করে ১ হাজার ৯০০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় ডেঙ্গু সচেতনতামূলক সভায় তিনি আরো জানান, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত ২৫ হাজার রোগীর মধ্যে ১৮ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সভায় ঈদে ডেঙ্গু রোগী আরো বাড়ার আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু যেহেতু ঢাকায় বেশি হয়েছে। এই ডেঙ্গু রোগীরা সারাদেশেই তা ছড়িয়ে দিতে পারে। অন্যান্য জেলায়ও ডেঙ্গু বাড়তে পারে। সেজন্য সমস্ত জেলা প্রশাসক, সিভিল সার্জনকে জানানো হয়েছে, যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

জাহিদ মালেক আরো বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ডেঙ্গু হয় না। সিঙ্গাপুর সবচেয়ে পরিষ্কার দেশ। সেখানেও ডেঙ্গু হয়। আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের সকল দেশেই ডেঙ্গু হয়। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু মোকাবেলায় সব কিছুই নিয়ন্ত্রণে আছে।

তিনি আরো বলেন, হাসপাতালগুলো এখন রোগীতে ভরা আছে। আরো যদি রোগী হয়, হতেই পারে; সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু করা প্রয়োজন সবটুকুই করা হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় সংসদ সদস্য মমতাজ বেগমসহ জেলার সকল পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads