• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কয়টা ওয়ার্ড পরিচ্ছন্ন হয়েছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

ছবি : সংগৃহীত

জাতীয়

কয়টা ওয়ার্ড পরিচ্ছন্ন হয়েছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যামেরার সামনে কেবল পরিচ্ছন্নতার ফটোসেশন নয়, বরং কয়টা ওয়ার্ড পরিচ্ছন্ন হয়েছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এডিস মশা নিয়ন্ত্রণের পথ। শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তবে পরিচ্ছন্নতা অভিযান চান পিএম। এটি কারা করেছেন নেত্রী এটাও দেখতে চান। একদিন নয় প্রতিদিন এটা করতে হবে।

তিনি আরো বলেন, যারা এখনও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেননি তারাও অংশ নিন। আর যারা করেছেন তারা অব্যাহত রাখবেন। দলের নেতারা কাউন্সিলরদের সহযোগিতা করবেন। ঢাকাকে ক্লিন রাখতে হবে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া না থাকলে বিএনপি যে একটি বড় দল, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।

এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads