• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডেঙ্গুতে ঢাকা মেডিক্যালে আরও একজনের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

ডেঙ্গুতে ঢাকা মেডিক্যালে আরও একজনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

আজ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই যুবকের নাম আওলাদ হোসেন (৩২)। তিনি পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী। বাবার নাম তোফাজ্জল হোসেন। মুন্সীগঞ্জ সদর থানার পশ্চিম বাজি এলাকায় তার গ্রামের বাড়ি।

তার মামা আকতার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। বুধবার ভোররাত ৪ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ঢামেকে তিনজন ডেঙ্গু রোগী মারা যান। মঙ্গলবার দুপুর ২ টা ২০ মিনিটে মারা যান হাবিবুর রহমান (২১)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালাম মাতব্বরের ছেলে।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads