• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডেঙ্গুতে এক শিশুসহ আরো ৩ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

ডেঙ্গুতে এক শিশুসহ আরো ৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা, বরিশাল ও ফরিদপুরে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫৯ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মোল্লা (৫২) নামে এক ব্যক্তি মারা গেছে।

ওই হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন জানান, বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বরিশালে এসেছিলেন।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে লিপি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকছেদপুরে। তার স্বামীর নাম মাহাবুব খলিফা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামুদা প্রসাদ সাহা জানান, গত ২ আগস্ট লিপি আক্তার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা অর্ধশতাধিক।

ঈদের সময় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads