• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রস্তুত জাতীয় ঈদগাহ

জাতীয় ঈদগাহ

সংগৃহীত ছবি

জাতীয়

প্রধান জামায়াত সকাল ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৯

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে সোমবার সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। গতবরের মতো এবারও ঈদগাহে ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙানো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আগামীকাল রোববার ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads