• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

চাঁদপুরে ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৯

চাঁদপুরের ৪০টি গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারেও এই ঈদ উদযাপন করছে চাঁদপুরের চল্লিশটি গ্রাম।

এ সব গ্রামে সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে তাঁরা গরু-ছাগল কোরবানি করেন।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা বলেন, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা ইছহাক ১৯৩১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

এভাবে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে অধিকাংশ মুসলিম এভাবে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন।

চাঁদপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায়। এতে ইমামতি করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আরিফ চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads