• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ঘরমুখো মানুষের ভোগান্তিতে কাদেরের দুঃখ প্রকাশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

ঘরমুখো মানুষের ভোগান্তিতে কাদেরের দুঃখ প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৯

মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজনমন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।’

তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন মন্ত্রী।

‘আজ বিকাল থেকে পরিস্থিরি উন্নতি ঘটবে’ উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোড়ান্তি সবচেয়ে বেশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এ সড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুন, কোথাও তার চেয়েও বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads