• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কাঁচা চামড়া কেনা শুরু হচ্ছে আজ

ছবি : সংগৃহীত

জাতীয়

কাঁচা চামড়া কেনা শুরু হচ্ছে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৯

আজ থেকে কাঁচা চামড়া কেনা শুরু করছে দেশের ট্যানারিগুলো। সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পূর্ব ঘোষণার তিন দিন আগেই চামড়া কেনা শুরু হচ্ছে। এবার ঈদুল আজহার কোরবানির পর কাঁচা চামড়া নিয়ে ব্যাপক অরাজকতা তৈরি হয়েছে। চামড়া বিক্রি করতে না পেরে অনেকে রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়েছেন।

জানা যায়, কোরবানির পশু থেকেই দেশের মোট কাঁচা চামড়ার ৮০ শতাংশ জোগান আসে। তবে এবার দর নিয়ে ব্যাপক বিশৃঙ্খলায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আর লোকসানে পড়েছেন দেশের মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা।

দেশে কাঁচা চামড়া বাজারে অরাজকতা দূর করতে রপ্তানির দ্বার খুলে দেওয়া হয়েছে। তাড়াহুড়ো করে বাণিজ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানালেও কাঁচা চামড়া রপ্তানি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আদৌ এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না সে প্রশ্নও উঠেছে। অবশ্য অনেকে বলছেন, চামড়ার বাজারে যে অরাজকতা তৈরি হয় তাতে এরই মধ্যে কোরবানিদাতা ও মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে লোকসান যা হওয়ার হয়ে গেছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, সরকার কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলেও এবারের সংগৃহীত চামড়া রপ্তানি করা সহজ হবে না। কাঁচা চামড়া রপ্তানি খুব স্বাভাবিক ব্যাপার নয়। এ ছাড়া এত তাড়াহুড়ো করে এটি করাও যাবে না। এটা অনেক কঠিন একটা বিষয়। আমরা আগামীকাল (আজ) থেকে কাঁচা চামড়া কেনা শুরু করেছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে, চামড়া খাতের অরাজক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দ্বিতীয় দফায় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আগামী রোববার এই বৈঠক করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads