• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ডেঙ্গু রোগী এই কমে এই বাড়ে

দেশে ডেঙ্গুর প্রকোপ থামছে না। স্বভাবতই হাসপাতালগুলোতে শয্যা মিলছে না রোগীদের। ঢামেক হাসপাতালের মেঝেতে অবস্থান নেওয়া রোগীদের ছবিটি গতকাল তোলা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

ডেঙ্গু রোগী এই কমে এই বাড়ে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৯

রাজধানীসহ সারা দেশে গত কয়েকদিনে ডেঙ্গু রোগী এই কমছে তো আবার বাড়ছে। গতকাল রোববার পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী আবারো বাড়ল ডেঙ্গু রোগীর সংখ্যা। গত রোববার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০৬ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৭৩৪ জন ও বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে ৯৭২ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসেবে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৭ হাজার ১৬৮। তাদের মধ্যে রাজধানীতে ৩ হাজার ৬৬৮ ও বিভাগীয় শহরের হাসপাতালে ৩ হাজার ৫০০ জন রোগী ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। যদিও বিভিন্ন মাধ্যমে জানা গেছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শতাধিক। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৭০টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে এই ৪০ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ হাজার ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৫ হাজার ৯৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রের  মৃত্যুর খবর পাওয়া গেছে।  সে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের মো. আমিনুল ইসলাম মন্নু তালুকদারের ছেলে। সে গত শনিবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুল ইসলাম।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নতুন ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ১৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম জানান, ২০ জুলাই থেকে গত রোববার পর্যন্ত ৬৮৩ ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছিল।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার সকাল পর্যন্ত আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারি হিসেবে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। তবে বেসরকারিভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই শতাধিক বলে বাগেরহাটের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সূত্রে জানা গেছে।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায়  ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে। গতকাল রোববার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪০ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৮৬ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ১৩০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৮৬ জন।

জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নয় এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগী কুমিল্লায় চিকিৎসাধীন কেউ মারা যায়নি।

নাটোর প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসাপাতালে আরো ৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে নাটোর জেলায় ১৪০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রোববার সকাল পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ৬১ জন ভর্তি হন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন ডেঙ্গু রোগী। বাকি ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

চরভদ্রাসন প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসন হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন ভর্তি হয়েছেন। এদিকে চিকিৎসায় ভালো হয়ে ১০ ডেঙ্গু রোগী বাড়ি ফিরে গেছে বলে জানা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads