• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির’র ২০ দিনের ‘চিরুনি অভিযান’

সংগৃহীত ছবি

জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির’র ২০ দিনের ‘চিরুনি অভিযান’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৯

এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০ দিনের ‘চিরুনি অভিযান’ শুরু হয়েছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অভিযান শেষে কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিককে জরিমানা করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের ড. ফজলে রাব্বী পার্ক এলাকায় এডিস মশার প্রজনন স্থান ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও ‘আলোকিত মানুষ চাই’ স্লোগান প্রচার করা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এ অভিযানের উদ্বোধন করেন।

ডিএনসিসি মেয়র বলেন, তাদের পরিদর্শন দল প্রত্যেক এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালাবে। কোন বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে একটা নোটিশ টানিয়ে দেয়া হবে। যেখানে লেখা থাকবে ‘এ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে’।  

এটিকে প্রাথমিক সতর্কতা উল্লেখ করে মেয়র বলেন, ১০ দিন পরেও লার্ভা পাওয়া গেলে আবারও সতর্ক করে দেওয়া হবে। কিন্তু আরও ১০ দিন পরে আবারও লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

শুরু হওয়া চিরুনি অভিযান প্রথমে ৩৬ টি ওয়ার্ডে পরিচালনা করা হবে জানিয়ে আতিকুল বলেন, নতুন সংযোজন হওয়া ১৮টি ওয়ার্ডে পরবর্তীতে অভিযান চালানো হবে।

এদিকে মশা নিধন অভিযানের উদ্বোধনকালে অধ্যাপক আবু সায়ীদ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেকের নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads