• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২১ আগস্ট শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ১৫তম বছর ছিল গতকাল। এদিন নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন নিহতের স্বজনরাও। ইনসেটে এমনি একজনের আহাজারি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

২১ আগস্ট শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ২০০৪ সালের এই দিন ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালিত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রথমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নিহতদের স্মরণে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

পরে ১৪ দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও একে একে শ্রদ্ধা জানানো হয় স্থায়ী বেদিতে। আওয়ামী যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখা ইউনিটগুলো একে একে শ্রদ্ধা জানায় ২১ আগস্ট নিহতদের প্রতি।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তাদের স্মরণে প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

অন্যদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন। গত মঙ্গলবার দিন শেষে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মোমবাতি প্রজ্বালন করে নীরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি মিছিল বের করে সংগঠনটি। সেখান থেকে ২১ আগস্ট হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবির পাশাপাশি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads