• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফের আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

ফের আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

স্বেচ্ছায় কোনো রোহিঙ্গা দেশে ফিরতে রাজি না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

তবে সাক্ষাৎকার গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষ্যৎকার দেওয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর এ কথা জানান কমিশনার।

মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে; সেই সব রোহিঙ্গার সাক্ষ্যাৎকার নেওয়া অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের সাড়া না পাওয়ায় প্রত্যাবাসনের দিনক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আজ বিকাল ৫টা পর্যন্ত তাদের বোঝানোর চেষ্টা করা হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।

এর আগে, রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে জাদিমোড়া ক্যাম্প থেকে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু রোহিঙ্গাদের শর্তের মুখে ফের পিছিয়ে গেল প্রত্যাবাসন প্রক্রিয়া।

এদিকে ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উৎসাহ উদ্দিপনা নিয়ে অপেক্ষা করছিল পুরো কক্সবাজারের মানুষ। তাদের সবাইকে হতাশ করে দ্বিতীয় বারের মত রোহিঙ্গা প্রত্যবাসান স্থগিত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে কক্সবাজারের স্থানীয়রা।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বেশির ভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

পরে নানা প্রক্রিয়া শেষে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ২০১৮ সালের জানুয়ারিতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, প্রতিদিন ৩০০ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। দুই বছরের মধ্যে সবাইকে ফেরত নেয়া শেষ হয়ার কথা। কিন্তু দুবছরে একটা লোকও যাইনি। গত বছরে নভেম্বরে প্রথম পর্যায়ে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে সেবারও তা আটকে যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads