• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পদ্মায় ১৬০ টন সিমেন্টসহ কার্গোডুবি

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

পদ্মায় ১৬০ টন সিমেন্টসহ কার্গোডুবি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া এলাকায় ১৬০ টন সিমেন্টবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ সময় জাহাজে থাকা ৪ জন তীরে উঠতে সক্ষম হন।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আল্লাহরদান নামের ছোট জাহাজটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। পদ্মা নদীর দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় আসলে তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে। এসময় চালক জাহাজের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে এটি ডুবে যায়। জাহাজে থাকা মো. সিরাজ মিয়া, মো. আ. জলিল, মো. ইব্রাহিম মিয়া ও মো. সিরাজুল ইসলাম স্থানীয়দের সহযোগীতায় পাড়ে উঠে আসে। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌছেন। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। সিমেন্ট বোঝাই জাহাজটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads