• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক মোজাফফর আহমেদ

রাষ্ট্রীয় মর্যাদায় দেবীদ্বার উপজেলার এলাবাদে ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদকে দাফন করা হয়েছে

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক মোজাফফর আহমেদ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

কুমিল্লায় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদকে  আজ রোববার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম দেবীদ্বার উপজেলার এলাবাদে দাফন করা হয়েছে।

এর আগে মরহুমের বাড়ির প্রাঙ্গনে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন এলাবাদ মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান চৌধুরী।

জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করা হয়।

জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। আওয়ামী লীগ, ন্যাপসহ বিভিন্ন দলের  কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনতা অংশ নেন।

অধ্যাপক মোজাফফর আহমেদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। 

গত ১৪ ই আগস্ট অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মোজাফফর আহমদকে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তখন থেকেই আইসিইউতে ছিলেন প্রবীন এই রাজনীতিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads