• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল কালনাগিনী সাপ

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল কালনাগিনী সাপ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলার আড়ৎ থেকে বিপন্ন কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে শহরের নতুন বাজার দক্ষিণ রোডের সুশান্ত বাবুর কলার আড়ৎ থেকে সাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব।

ওই দিনই সাপটি কে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাপটি দেখার পর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার সন্ধ্যায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাই। পরে বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন। এই সাপটি দেখতে খুবই সুন্দর।

এর আগে একই রকম আরোও একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানা প্রাচীর থেকে উদ্ধার করা হয়েছিল। সেসময়ও সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads