• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মানিকগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলছাত্রীর

রুবাইয়া আক্তার

ফাইল ছবি

জাতীয়

মানিকগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলছাত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কয়রা গ্রামের স্কুলছাত্রী রুবাইয়া আক্তার (১১) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। সে ওই উপজেলার ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও কয়রা গ্রামের আবদুর রশিদের মেয়ে।

তার পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার রুবাইয়া নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার তাকে শিবালয় উপজেলার উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় পাশ্ববর্তী টেপরায় বেসরকারি আলশেফা প্যাথলজি সেন্টারে রক্তের পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট নিয়ে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমগীর হোসেনকে দেখানো হলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে রূবাইয়াকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, রুবাইয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করার পরামর্শ দেওয়া হয়।

পরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে সিট না পেয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে শনিবার রাতে সে মারা যায়।

ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে রুবাইয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads