• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টেকনাফে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধের দাবি

সংগৃহীত ছবি

জাতীয়

টেকনাফে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধের দাবি

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গাদের অবাধ বিচরণ ও শ্রমদান বন্ধসহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে  স্মারকলীপি দিয়েছে রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।

আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বরাবর এ স্মারকলীপি হস্তান্তর করেন রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারন সম্পাদক সাংবাদিক কাইছার পারভেজ চৌধুরী।

এতে উল্লেখ করা হয়, ২০১৭ সালে আগত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের অবাধ বিচরণের সুযোগে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এরা সস্তা মজুরিতে শ্রম বাজার দখল করায় স্থানীয়দের বেকারত্বের সংখ্যা বাড়ছে। রোহিঙ্গাদের কারণে সমাজ ব্যবস্থা, আইনশৃংখলা পরিস্থিতি ও স্থানীয় বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অবহিত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads