• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

‘এবার দূর্গা পূজায় ৩ লক্ষাধিক নিরাপত্তাকর্মী মাঠে ‍থাকবে’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৯

এবার সারা দেশে মোট একত্রিশ হাজার একষট্টিটি পূজামণ্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত এবং উৎসবের নিরাপত্তা দিতে সাড়ে তিন লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে দূর্গা পূজার নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রায় ৩ লাখ ৫০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে। দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থা সজাগ থাকবেন। এছাড়াও প্রতি পূজা মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইন শৃঙ্খলা কমিটি থাকবে এবং স্বেচ্ছাসেবক থাকবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads