• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

আইএমএফের অভিমত

দেশের এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৯

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ স্পর্শকাতর দেশ বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে এ দেশের এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত বুধবার প্রকাশিত এক অর্থনৈতিক মূল্যায়নে আইএমএফ জানিয়েছে, কয়েকটি সূচকে দেখা গেছে ১৯৯৮-২০১৭ সাল মেয়াদে (গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স) চরম আবহাওয়াজনিত ঘটনায় আক্রান্ত শীর্ষ দশ দেশের একটি বাংলাদেশ। এই ধররে ঘটনায় আক্রান্ত হওয়ার কারণে ১৯৯০-২০০৮ মেয়াদে সম্ভাব্য বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির ১ দশমিক ৮ শতাংশ।

জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় প্যানেলের বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলে ভাঙনের কারণে ২০৫০ সাল নাগাদ জমির পরিমাণ ১৭ শতাংশ ও খাদ্য উৎপাদন ৩০ শতাংশ কমে যেতে পারে বলে জানানো হয়েছে ওই মূল্যায়নে।

আইএমএফ বলছে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলার পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যতম সক্রিয় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বৈশ্বিক কার্বণ নিঃসরণের মাত্রা দশমিক ৩৫ শতাংশ করার পরেও দেশটি গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তন বিনিয়োগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গ্রহণ করা হয়েছে একটি আর্থিক ফ্রেমওয়ার্ক। এর মধ্য দিয়ে অভিযোজন বিনিয়োগে সম্পদ আসার পথ রাখা হয়েছে। একই সঙ্গে সবুজ অর্থায়ন, সবুজ ব্যাংকিং ও একটি নিবেদিত তহবিল প্রতিষ্ঠার গাইডলাইন তৈরি করা হয়েছে। এ ছাড়া সবুজ জলবায়ু তহবিলের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মঞ্জুর করা অর্থ চাওয়ার ক্ষেত্রেও সক্রিয় রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথা বললেও বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলে জানিয়েছে আইএমএফ। ধারাবাহিকভাবে জ্বালানি ভর্তুকি সংস্কারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইএমএফের কয়েকটি পরামর্শ হলো, মূল্যবান জ্বালানি ভর্তুকি পর্যায়ক্রমে কমানো এবং এক সময়ে সম্পূর্ণ তুলে দেওয়া। ভর্তুকির পরিবর্তে দরিদ্রদের কাছে নির্দিষ্ট উপায়ে অর্থ হস্তান্তরের পরামর্শ দিয়েছে তারা।

নির্দিষ্ট জ্বালানি পণ্যে ধারাবাহিকভাবে কার্বন ট্যাক্স চালুর বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে আইএমএফ। বিশেষ করে অপেক্ষাকৃত ধনীরা যেসব পণ্য ব্যবহার করেন যেমন- পেট্রোল ও ডিজেল। এর মাধ্যমে একদিকে রাজস্ব আয় বাড়বে আর অন্যদিকে দূষণ কমবে আর পরিবেশবান্ধব ও নিঃসরণমুক্ত প্রযুক্তি উৎসাহ পাবে বলে পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads