• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
রিকশাচালককে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

রিকশাচালককে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৯

পটুয়াখালীর মির্জাগঞ্জে উৎকোচের টাকা ফেরৎ চাওয়ায় এক হতদরিদ্র রিকশাচালককে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল রোববার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আহত রিক্সাচালক মো. দুলাল মুসুল্লী বাদী হয়ে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের ইউপি সদস্য মো. সোহেল হাওলাদার এবং তার দুই সহযোগী চাঁন মিয়া হাওলাদার ও মো. শিপলু মুছুল্লীকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসিফ এলাহী আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাসিন্দা মো. দুলাল মুসুল্লী ভিজিডি তালিকায় তার স্ত্রীর নাম অর্ন্তভূক্ত করার জন্য ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল হাওলাদারকে ৩ হাজার টাকা (উৎকোচ) দেন। টাকা দেওয়ার পর ৬ মাস অতিবাহিত হলেও ভিজিডি তালিকায় তার স্ত্রীর নাম অন্তর্ভূক্ত না হওয়ায় গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুলাল মুসুল্লী মহিষকাটা বাজারে থাকা অবস্থায় ইউপি সদস্যের কাছে টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ইউপি সদস্য ও তার দুই সহযোগী চাঁনমিয়া হাওলাদার এবং শিপলু মুসুল্লী রিকশাচালক দুলাল মুসুল্লীকে পিটিয়ে গুরুতর আহত জখম করেন।

 স্থানীয়রা ওই রাতেই দুলাল মুসুল্লীকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এদিকে একই এলাকার হতদরিদ্র মো. বশির,মোসা. পারভিন বেগম, তাসলিমা বেগম,আনসার বিশ্বাস,রিনা বেগম, সমসের বিশ্বাস,খালেক হাওলাদার,মোসাঃ সালেহা বেগম,হক বিশ্বাস ও তাজনেহার বেগম অভিযোগ করে বলেন, ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার জন্য আমাদের প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য। টাকা নিয়েও তিনি (ইউপি সদস্য) আমাদেরকে ভিজিডি কার্ড দেয়নি,এখন ঐ টাকা ফেরৎ চাওয়ায় ইউপি সদস্য সোহেল হাওলাদার আমাদেরকে নানাভাবে ভয় ভীতি দেখায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads