• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গণভবনে আবরারের বাবা-মা ও ভাই

ফাইল ছবি

জাতীয়

গণভবনে আবরারের বাবা-মা ও ভাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের মা-বাবা ও ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন। 

আজ সোমবার বিকেল ৫টার দিকে তারা গণভবনে প্রবেশ করেন।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। লাশের ময়নাতদন্ত করা ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads