• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভোলায় পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, নিহত ৪

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তি

ভোলায় পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, নিহত ৪

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

ফেসবুকে মহানবী (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১০ পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি।

এদের মধ্যে আহত প্রায় অর্ধশতাধিক মুসল্লিকে বোরহানউদ্দিন হাসপাতালে ৪০ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর ১০/১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।

নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদরাসা শিক্ষার্থী মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজের শিক্ষার্থী শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

নিহতদের খবর নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহিন ও ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায়।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, এ ঘটনার প্রেক্ষিতে চার প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে।

জানা যায়, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে রসুল (সঃ) কে কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠানো অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে সর্বস্তরের তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয়। এ বিক্ষোভ মিছিলটি না করার জন্য বোরহানউদ্দিন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানকে পুলিশ অনুরোধ জানায়। সাধারণ মানুষ আসার আগে বিক্ষোভটি বন্ধ ঘোষণা করতে বলেন। তাদের অনুরোধে এ দুই ইমাম সকাল ১০টার দিকেই যেসব লোক ছিল তাদেরকে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন। কিন্তু এতক্ষণে বোরহানউদ্দিনের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক এসে ঈদগাহে জড়ো হয়। এক পর্যায়ে তারা ওই দুই ইমামের উপর ক্ষিপ্ত হয়। এবং সেখানে থাকা পুলিশের উপর চড়াও হয়।

পুলিশ আত্মরক্ষার্থে ওই মসজিদের ইমামের রুমে আশ্রয় নেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা নিজেদের বাঁচানোর জন্য উত্তেজিত মুসল্লিদের উপর ফাকা গুলি ছোঁড়ে। এতে সেখানে থাকা মুসল্লিরা আরও উত্তেজিত হয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত দফায় দফায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ হয়। এতে চার মুসল্লী নিহত হয়েছে। এবং ১০ পুলিশ সদস্যসহ প্রায় দেড় শতাধিক মুসল্লি আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads