• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারকালে ইলিশসহ যুবক আটক

সংগৃহীত ছবি

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারকালে ইলিশসহ যুবক আটক

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতে পাচারের সময় সিএনজি চালিত অটোরিকশা ভর্তি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তারা আমিন (২২) নামে এক যুবককে আটক করে।

সোমবার রাত ১০টার দিকে ভোমরা সীমান্তের ভোমরা বাজারের পাঁকা রাস্তা উপর থেকে এসব ইলিশ মাছসহ তাকে আটক করা হয়।

আটক আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমান বলেন, চোরাকারবারিরা ভারতে ইলিশ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোমরা বাজারের কাঁচা রাস্তার উপর থেকে সিএনজি ভর্তি ১১৫ কেজি ইলিশসহ আল আমিনকে আটক করা হয়। মাছসহ সিএনজির আনুমানিক মুল্যে প্রায় সাত লাখ টাকা। আটককৃতের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আল আমিনকে থানায় সোপর্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads