• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনি দিবস পালিত

রামু সেনানিবাসে সশস্ত্রবাহিনি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনি দিবস পালিত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৯

কক্সবাজার রামু সেনানিবাসে এরিয়া সদর দপ্তর কক্সবাজার ও ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, কক্সবাজারস্থ নৌ-ফরোয়ার্ড বেইস, এবং বিমান ঘাঁটি কক্সবাজারের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর দিবস ২০১৯ পালিত হয়েছে।

দিসবটি উপলক্ষ্যে সেনানিবাসে ফজরের নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাত,ইউনিট সমূহে পতাকা উত্তোলন,বিশেষ দরবার শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে অজেয় প্রাঙ্গনে( শহীদ সৃতিসৌধ) জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কর্তৃক পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে রামু সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন এয়ার কমডোর মুহাম্মদ শাফকাত আলী,বিএসপি,এনএসডব্লিউসি,এএফডব্লিউসি,পিএসসি। উক্ত অনুষ্টানে কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্ধ, বীর মুক্তিযোদ্ধাবৃন্ধ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ,চাকুরীরত ও অবসারপ্রাপ্ত সশন্ত্র বাহিনীর কর্মকর্তা, সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্ধ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দেশের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন একই সাথে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads