• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
স্থানীয় সরকার বিভা‌গকে ডি‌জিটালাইজ করা হ‌বে: এলজিআরডি মন্ত্রী 

সংগৃহীত ছবি

জাতীয়

স্থানীয় সরকার বিভা‌গকে ডি‌জিটালাইজ করা হ‌বে: এলজিআরডি মন্ত্রী 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৯

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনগ‌ণের হা‌তের মু‌ঠোয় সরকা‌রের সব সেবা পৌঁছে দি‌তে খুব শীগগিরই স্থানীয় সরকার বিভা‌গকে ডি‌জিটালাইজ করা হ‌বে।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁও‌য়ে স্থানীয় সরকার প্র‌কৌশল অ‌ধিদপ্ত‌রে সাতদিনব্যাপী "ডি‌জিটাল সা‌র্ভিস ডিজাইন ল্যাব" কার্যক্র‌মের সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির ভাষণে একথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, ‌দে‌শের উন্নয়‌নে সং‌শ্লিষ্ট সবার অংশগ্রহণ নি‌শ্চিত করা সম্ভব হ‌লে বি‌শ্বের উন্নতদে‌শগু‌লোর সঙ্গে পাল্লা দি‌য়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

অনুষ্ঠা‌নে ডি‌জিটাল সা‌র্ভিস রোডম্যাপ ও ডি‌জিটাল সা‌র্ভিস ডি‌জিাইন ল্যাব এর পটভূ‌মি এবং প‌রিকল্পনা তু‌লে ধ‌রা হয়।

অনুষ্ঠা‌নে অংশগ্রহণকারী‌দের প‌ক্ষে ‌ডিজাইনকৃত জনবান্ধব সম‌ন্বিত স্থানীয় সরকার ডি‌জিটাল সা‌র্ভিস প্ল্যাটফর্ম বিষ‌য় উপস্থাপন করা হয়। 

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্র‌তিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক ব‌লেন, ২০২১ সা‌লের ম‌ধ্যে ২ হাজার আট'শ সেবার ম‌ধ্যে অব‌শিষ্ট ২২০০ সেবা ডি‌জিটাইজড করা হ‌বে।

তিনি সরকা‌রের সকল সেবা জনগ‌ণের হা‌তের মু‌ঠোয় পৌঁ‌ছে দি‌তে মাই গভর্ন‌মেন্ট না‌মে এক‌টি ই‌ন্টি‌গ্রেটেড প্ল্যাটফর্ম তৈ‌রির ওপর গুরুত্বা‌রোপ ক‌রেন।

স্থানীয় সরকার বিভা‌গের অতিরিক্ত স‌চিব রোকসানা কাদের এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যা‌ন্যের ম‌ধ্যে আই‌সি‌টি বিভাগের সিনিয়র স‌চিব এন এম জিয়াউল আলম,

স্থানীয় সরকার প্র‌কৌশল অ‌ধিদপ্ত‌রের প্রধান প্র‌কৌশলী মো. খ‌লিলুর রহমান, ইউএন‌ডি‌পির আবা‌সিক প্র‌তি‌নি‌ধি সুদীপ্ত মুখার্জী, এটুআই‌য়ের প‌লি‌সি এডভাইজার আনীর চৌধুরী  বক্তব্য রা‌খেন।

উল্লেখ্য,. ‌ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের লক্ষ্যে এ বছরের শুরু থে‌কে ডি‌জিটাল সা‌র্ভিস ডি‌জিাইন ল্যা‌বের মাধ্য‌মে ২০টি মন্ত্রণাল‌য়ের ৬২৮টি সেবা‌কে ডি‌জিটাল সা‌র্ভি‌সের ডি‌জিাইন এবং বাস্তবায়‌নের প‌রিকল্পনা করা সম্ভব হ‌য়ে‌ছে। স্থানীয় সরকার বিভা‌গের ১৪টি সংস্থার ১২৮টি সেবা ডিজাইন ল্যা‌বের মাধ্য‌মে ডিজাইন ও প‌রিকল্পনা করা হ‌য়ে‌ছে। ফ‌লে প্র‌তিবছর স্থানীয় সরকা‌রের বিভা‌গের সাশ্রয় হ‌বে ১১০০ কো‌টি টাকা।

২০২১ সা‌লের ম‌ধ্যে ২০০০টি সেবার ম‌ধ্যে ১০০০টি গর্ভ‌মেন্ট টু সি‌টি‌জেন এবং গর্ভ‌মেন্ট টু বিজনেস নতুন ডি‌জিটাল সেবা জনগ‌ণের জন্য উন্মুক্ত করা সম্ভব হ‌বে। ফ‌লে সময় ও অর্থ সাশ্রয় হওয়ার পাশাপা‌শি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং বাস্তবায়ন সহজ ও কার্যকরী হ‌বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads