• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বাবার বিরল রোগে আক্রান্ত হচ্ছে ২ শিশু

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

বাবার বিরল রোগে আক্রান্ত হচ্ছে ২ শিশু

  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

জেলার নলছিটি উপজেলার বিকপাশা গ্রামের সাইদুর রহমান জন্ম থেকেই একটি তিল দেখা যায় তার ডান গালে। সাইদুলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই তিলও বড় হতে থাকে। বর্তমানে তিল এতটাই বড় হয়েছে, যার ফলে তার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। বর্তমানে তার বয়স ৩৬ বছর। তিনি দুই মেয়ে দুই ছেলের জনক। শিশু ছেলে দুটিও বাবার রোগেই আক্রান্ত হচ্ছে।

সাইদুর রহমান জানান, ছোটবেলায় ডান গালে (নাকের কাছে) একটি তিলের মতো দেখা যায়। দিন যায়, মাস যায়, বছর যায় আর সেটিও ধীরে ধীরে বড় হতে থাকে। বাড়ির পাশের একটি স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা অবস্থায় বাবা আ. গণি হাওলাদার মারা যান। দরিদ্র পরিবারের অভাব-অনটনের সংসারে ছয় ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরতে হয়। একপর্যায়ে সেই তিল বড় আকার ধারণ করে পুরো গাল ছেয়ে যায় ও সেটি ভারী হতে থাকে। টাকার অভাবে অনেক জায়গায় হোমিও চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো সুফল আসেনি। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখালে তিনি ঢাকা পিজি হাসপাতালে গিয়ে প্লাস্টিক সার্জারি করানোর কথা বলেন। সংসারের কথা চিন্তা করে টাকার অভাবে সেখানে আর যাওয়া হয়নি। হতাশা প্রকাশ করে তিনি জানান, বড় ছেলে ওয়াজ কুরুনী পার্শ্ববর্তী একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। জন্মের পর থেকে ওর পাছায় একটি তিল ছিল। তাও বড় হয়ে ডান পাশের পাছার অংশ থেকে হাঁটু পর্যন্ত জট আকারে ছেয়ে গেছে। ছোট ছেলে আবদুল্লাহও একই মাদরাসায় পড়ে। ওর ডান গালের নিচের দিক থেকে একটি জট লক্ষ করছি বছর খানেক ধরে। তাও দিন দিন বড় হচ্ছে।

ঝালকাঠি প্রতিনিধি 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads