• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

জাতীয়

আবারো বিএসএফের গুলিতে নিহত ৪ বাংলাদেশি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২০

বেনাপোল ও নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়। এছাড়া সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার পথে হানেফ (৩৩) নামে এক বাংলাদেশিকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে বিএসএফের সদস্যেরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চলতি মাসের শুরু থেকে প্রথম ২২ দিনে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৮ জন বাংলাদেশি। 

এর আগে, গত ২২ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই দিন ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে, চলতি মাসের শুরুতে গত ৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে দুই বাংলাদেশি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads